আবারও মা হলেন সংগীতশিল্পী বিউটি

আবারও মা হলেন ক্লোজআপ ওয়ান-খ্যাত সংগীতশিল্পী নাসরিন আক্তার বিউটি।গত ২ নভেম্বর ছেলের মা হন তিনি। ছেলের নাম রেখেছেন নাসিক আহমেদ।
বিউটি ফেইসবুকে লেখেন, “আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। গত ২ নভেম্বর আমার ঘর আলো করে আমাদের দ্বিতীয় পুত্র সন্তান ‘নাসিক আহমেদ’ এই পৃথিবীতে আগমন করেছে। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ও আমার সোনা বাবা ভালো আছি।”
করোনা পরিস্থিতি ও মাতৃত্ব প্রসঙ্গে বলেন, “যখন সোনা বাবার আগমনের খবর জানতে পারি তখন পুরো পৃথিবী জুড়ে করোনা মহামারি হিসেবে ছড়িয়ে পড়েছে। সবাই খুব আতঙ্কে ছিল। এ সময় আমার ভয় ও চিন্তাটাও একটু বেশি ছিলে। মাঝে মাঝে খুবই দুশ্চিন্তা হতো, কখন না জানি কী হয়। তাই, এই কঠিন সময়ে সব সময়ই অনেক বেশি সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করেছি। যদিও এর মধ্যে বেশ কিছু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, এক প্রকার ঘরবন্দী সময় কেটেছে! তারপরও পরিবারের সবার আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় এবং মহান আল্লাহ্ পাকের অশেষ রহমতে সবকিছু ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়েছে।”
সবার কাছে সন্তানের জন্য দোয়াও চান এই গায়িকা।